কেন জাভাস্ক্রিপ্ট শিখবেন? | Why should learn the JavaScript language?
এক কথায় JS বা JavaScript জাভাস্ক্রিপ্টের সবচেয়ে বড় সুবিধা হল এটি ক্লায়েন্ট-সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ, কোডগুলো সার্ভারে পাঠানোর পরিবর্তে ব্রাউজারেই চলে। ফলে ওয়েব পেজগুলো আরো দ্রুত এবং ইন্টারেক্টিভ হয়ে ওঠে। জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স অনেক সহজ এবং বোধগম্য। তাই নতুন প্রোগ্রামারদের জন্য এটি শিখা খুব সহজ। তাছাড়া প্রায় সব ওয়েব ব্রাউজারই জাভাস্ক্রিপ্ট সমর্থন করে। জাভাস্ক্রিপ্ট শিখে কী কী করতে পারবেন? জাভাস্ক্রিপ্টের এটি ক্লায়েন্ট-সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটির একটি বিশাল কমিউনিটি রয়েছে। ওয়েব ডেভেলপমেন্টের জন্যও জাভাস্ক্রিপ্ট একটি অত্যাবশ্যকীয় স্কিল। ফ্রন্ট-এন্ড, ব্যাক-এন্ড এবং ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হয়। এছাড়াও রিঅ্যাক্ট নেটিভ, ফ্ল্যাটার ইত্যাদি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে মোবাইল অ্যাপ তৈরিতে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। ফ্যাসি, ইউনিটি ইত্যাদি গেম ইঞ্জিনে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে গেম তৈরি করা যায়। ডাটা ভিজুয়ালাইজেশন লাইব্রেরি যেমন D3.js ব্যবহার করে জাভাস্ক্রিপ্টে দারুণ গ্রাফিক্স তৈরি করা যায়। নোড.জেএস ব...