Download VS Code
এক কথায় VS Code বিশ্বের অন্যতম জনপ্রিয় ওপেন সোর্স IDE. বিশ্বে যত ডেভলপার আছে, তাদের অনেকেরই কোডিং এর জন্যে প্রথম চয়েজ VS Code. এটির সবথেকে বড় সুবিধা হলো, এখানে এক্সটেনশন যুক্ত করে ফাংশনালিটি বাড়ানো যায়। তাছাড়া, এটি ওপেন সোর্স হওয়াতে প্রতিনিয়ত এটি আপডেট হতেই থাকে। এর সুবিধা অসুবিধা এক নজর সুবিধা এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার। প্রায় সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য সমর্থন। এক্সটেনশন ব্যবহার করে নিজের মতো করে কাস্টমাইজ করা যায়। কোড লিখার সময়ই পরিবর্তন দেখা যায়। কোডের ভুল খুঁজে বের করতে সাহায্য করে। একাধিক ডিভাইসে কোড সিনক করা যায়। সমস্যা হলে সহজে সমাধান পাওয়া যায়। অসুবিধা এটি তুলনামূলক ভারী সফটওয়্যার। তাই লো এন্ড ডিভাইস ল্যাগ করতে পারে। নতুন ব্যবহারকারীদের জন্য একটু জটিল লাগতে পারে। অতিরিক্ত এক্সটেনশন ইনস্টল করলে স্লো হয়ে যেতে পারে। ডাউনলোড লিংক সরাসরি অফশিয়াল ওয়েবসাইট থেকে সব ডিভাইসের জন্যে ডাউনলোড Open Link ionicons-v5-f Use Online ...