ওয়েবসাইটের কোনো অংশে তথ্যগত ত্রুটি দেখতে পেলে তা আমাদের গ্রুপে জানাতে পারেন (Only Boys) Join Now!

WordPress

C Logo

WordPress (2003)
বিশ্বের সবথেকে বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে বানানো। কোডিং ছাড়া ওয়েবসাইট বানানোর জন্যে ওয়ার্ডপ্রেস সবথেকে বেশি জনপ্রিয়

ইতিহাস

ওয়ার্ডপ্রেস২০০৩ সালে ম্যাট মুলেওয়েগ এবং মাইক লিটল নামে দুই তরুণ ডেভেলপারের স্বপ্নের ফসল হিসেবে জন্ম নেয়। প্রথমদিকে এটি একটি সরল ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবেই পরিচিত ছিল। কিন্তু ধীরে ধীরে এর জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে আজ এটি বিশ্বের সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) হিসেবে পরিচিত।

ম্যাট মুলেনওয়েগ ২০০৩ সালের ২৭শে মে এটি প্রাথমিকভাবে প্রকাশ করেন। জানুয়ারি ২০১২ পর্যন্ত ওয়ার্ডপ্রেস ৩.৪ সংস্করণ ৩ কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছিল (!!)। বর্তমানে এটি সর্বাধিক জনপ্রিয় CMS এবং বিশ্বের প্রথম সারিরওয়েবসাইটের এটি ব্যবহার করে।

প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং সফটওয়্যার

ওয়ার্ডপ্রেস চালানোর জন্যে মোবাইল বা কম্পিউটার যেকোনো একটা হলেই হবে। এর জন্যে আলাদা অ্যাপ বা ব্রাউজার লাগে না। ফোনে বা কম্পিউটারে থাকা যেকোনো একটা ব্রাউজার থাকলেই হবে। তবে, ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানোর জন্যে নর্মালি পেইড ডমিন ও হোস্টিং কেনা লাগে। তবে, পিসিতে চাইলে লোকালহোস্ট এ কাজ শেখা যায়। শেখার জন্যে ফ্রি পদ্ধুতি গুলো এখানে দেয়া হলো -

(ওয়ার্ডপ্রেসের দুটো টাইপ আছে। WordPress.com ও WordPress.org. আমরা WordPress.org কভার করবো।)

কম্পিউটার ও মোবাইলে (ফ্রি)

TasteWP: ফ্রিতে ওয়ার্ডপ্রেস প্রাকটিসের জন্যে এইটা মোটামুটি সহজ সরল একটা অল্টারনেটিভ। এটা ফোন বা কম্পিউটার, যেকোনো যায়গায় ব্যাবহার করা যাবে, যেটা একটা বড় সুবিধা। আলাদা করে কোনো ডমিন হোস্টিং কেনা লাগবে না।

নোটঃ এখানে একাউন্ট না খুলে ওয়েবসাইট বানালে ওয়েবসাইটটি ২দিন অব্দি থাকবে। একাউন্ট খুলে ওয়েবসাইট বানালে ওয়েবসাইটটি ৭দিন থাকবে। ফ্রি সার্ভিস হওয়াতে লম্বা সময় থাকার সুযোগ নেই। তবে, ফ্রিতে শেখার জন্যে অনেক কাজের।
Open TasteWP Get a taste of WordPress

কম্পিউটার (লোকালহোস্ট)

XAMPP: কম্পিউটারে XAMPP ব্যাবহার করে লোকালহোস্ট করে ওয়ার্ডপ্রেসের কাজ ভালোমতোই করা যায়। যাদের কম্পিউটার আছে, তারা এইটা ব্যাবহার করতে পারেন। (সবার সুবিধার্থে সেটআপ ভিডিও যুক্ত করে দিচ্ছি)
XAMPP 150MB (Around)
Windows, Linux and macOS
XAMPP How to setup
সহায়ক ওয়েবসাইট এবং AI

বেশ কিছু ওয়েবসাইট আছে, যেগুলো থেকে শেখার জন্যে হেল্প পাওয়া যায়। কোনো সিনট্যাক্সট ভুলে গেলে সেখান থেকে সাহায্য নিয়ে খুব দ্রুত শেখা সম্ভব হয়। কিছু সহায়ক ওয়েবসাইট:

It'sComing Soon!

আমরা এই পেজের কাজের পরিকল্পনার করছি। এই পেজের কাজ সম্পন্ন না হওয়া অব্দি অন্যান্য গুলো দেখতে পারেন।

.     .     .
WordPress শেখার জন্য কোন কোর্স করবেন?

দেখুন, কোন কোর্স করে আপনি সবথেকে ভালোভাবে শিখতে পারবেন, তা আপনার উপরই নির্ভর করবে। আমরা এখানে আমাদের খুঁজে পাওয়া সেরা কোর্সগুলোর তালিকা দিচ্ছি। এখানে বাংলা, ইংরেজী ও হিন্দি ভাষার কোর্স আছে। সম্ভব হলে সেখানে রিভিউ ও যুক্ত করা হচ্ছে। সেক্ষেত্রে একটু ডিসিশন নিতে সুবিধা হবে।

সামনে হয়তো বেসিক টু এডভান্স আকারে সাজানোর চেষ্টা করা হবে

ধাপে ধাপে শিখুন (রোডম্যাপ)
.     .     .

বাংলায় শিখুন
Procoder BD
Basic 1 02h 55m YouTube
Theme Development 52 14h 15m YouTube
Plugin Development 19 07h 57m YouTube

ইংরেজীতে শিখুন
freeCodeCamp.org
Basic 1 01h 45m YouTube

হিন্দিতে শিখুন
Code with Harry
Basic 1 03h 11m YouTube
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.