HTML (1993) & CSS (1996)
মূলত বেসিক ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট রিসপন্সিভ করা ও ইউজার ইন্টারফেস সাজানো ইত্যাদি কাজে ব্যাবহার করা হয়
HTMLঅথবা এইচটিএমএল, হলো একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়। ১৯৮০ সালে ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি, যিনি সার্ন এ একজন ঠিকাদার ছিলেন, সর্বপ্রথম সার্ন গবেষকদের মাঝে দস্তাবেজ শেয়ার করার জন্য ENQUIRE prototyped নামে একটি System এর প্রস্তাব দেন। ১৯৮৯ সালে, বার্নার্স-লি একটি ইন্টারনেট ভিত্তিক হাইপারটেক্সট সিস্টেম প্রস্তাবে একটি মেমো লিখেন। ১৯৯০ সালে বার্নার্স-লি ব্রাউজার এবং সার্ভারের সফ্টওয়্যারে এইচটিএমএল (HTML) এর উল্লেখ করেন। এ বছরেই, বার্নার্স-লি এবং সার্ন এর তথ্য সিস্টেম ইঞ্জিনিয়ার Robert Cailliau যৌথভাবে সার্নকে এ প্রকল্পের জন্য অর্থায়নে অনুরোধ করেন, কিন্তু প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে সার্ন দ্বারা গৃহীত হয়নি।
CSSঅথবা সিএসএস হল একটি স্টাইল শীট ভাষা যা এইচটিএমএলের মত মার্কআপ ভাষায় লিখিত ডকুমেন্ট কীভাবে উপস্থাপিত হবে তা বর্ণনা করতে ব্যবহৃত হয়। এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্টের সাথে সিএসএস হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ভিত্তি প্রযুক্তি। সিএসএসের বিবরণীসমূহ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম (W3C) কর্তৃক নিয়ন্ত্রিত হয়। ইন্টারনেট মিডিয়া টাইপ (এমআইএমই টাইপ) text/css সিএসএসের সাথে ব্যবহারের জন্য আরএফসি ২৩১৮ (মার্চ ১৯৯৮) কর্তৃক নিবন্ধিত। সিএসএস ফাইলের জন্য ডব্লিউথ্রীসির সিএসএস বৈধতা নির্ণয় সেবা রয়েছে।
HTML, CSS শেখার জন্যে কম্পিউটার থাকা বাধ্যতামূলক না। হাতে থাকা মোবাইল ফোন দিয়েও সুন্দরভাবে সব কোড লেখা ও কোড রান করা যায়।
বেশ কিছু ওয়েবসাইট আছে, যেগুলো থেকে শেখার জন্যে হেল্প পাওয়া যায়। কোনো সিনট্যাক্সট ভুলে গেলে সেখান থেকে সাহায্য নিয়ে খুব দ্রুত শেখা সম্ভব হয়। কিছু সহায়ক ওয়েবসাইট:
আমরা এই পেজের কাজের পরিকল্পনার করছি। এই পেজের কাজ সম্পন্ন না হওয়া অব্দি অন্যান্য গুলো দেখতে পারেন।
দেখুন, কোন কোর্স করে আপনি সবথেকে ভালোভাবে শিখতে পারবেন, তা আপনার উপরই নির্ভর করবে। আমরা এখানে আমাদের খুঁজে পাওয়া সেরা কোর্সগুলোর তালিকা দিচ্ছি। এখানে বাংলা, ইংরেজী ও হিন্দি ভাষার কোর্স আছে। সম্ভব হলে সেখানে রিভিউ ও যুক্ত করা হচ্ছে। সেক্ষেত্রে একটু ডিসিশন নিতে সুবিধা হবে।
সামনে হয়তো বেসিক টু এডভান্স আকারে সাজানোর চেষ্টা করা হবে