php (1995)
ডাইনামিক ওয়েব পেজ তৈরি, ডেটাবেস ইন্টিগ্রেশন, API ইন্টিগ্রেশন, সার্ভার সাইড কাজ ইত্যাদিতে php ব্যবহার করা হয়
phpএর জন্ম হয় 1994 সালে। রাসমুস লার্ডোফ নামে এক ডেনিশ প্রোগ্রামার তার নিজের ওয়েবসাইটের জন্য কিছু স্ক্রিপ্ট লিখতে গিয়ে এই ল্যাঙ্গুয়েজটি তৈরি করেন। প্রথমে এর নাম ছিল "Personal Home Page Tools"। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে "PHP" রাখা হয়।
PHP মূলত সার্ভার-সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ, ওয়েবসাইটের ব্যাক-এন্ডে কোড চালানোর জন্য PHP ব্যবহার করা হয়। PHP দিয়ে ডাটাবেজ ম্যানেজ করা, ফর্ম প্রসেস করা, সেশন ম্যানেজ করা ইত্যাদি কাজ করা যায়।
C প্রোগ্রামিং শেখার সময় কম্পিউটার থাকা একপ্রকার বাধ্যতামূলক। ফোনেও কম্পাইল করা যায়, কিন্তু সেটি কষ্টসাধ্য। এখানে কম্পিউটার, মোবাইল এবং যেসব ক্ষেত্রে সফটওয়্যার ব্যাবহার করা সম্ভব হবে না, সেক্ষেত্রে কী করণীয় সব কভার করা হবে।
বেশ কিছু ওয়েবসাইট আছে, যেগুলো থেকে শেখার জন্যে হেল্প পাওয়া যায়। কোনো সিনট্যাক্সট ভুলে গেলে সেখান থেকে সাহায্য নিয়ে খুব দ্রুত শেখা সম্ভব হয়। কিছু সহায়ক ওয়েবসাইট:
আমরা এই পেজের কাজের পরিকল্পনার করছি। এই পেজের কাজ সম্পন্ন না হওয়া অব্দি অন্যান্য গুলো দেখতে পারেন।
দেখুন, কোন কোর্স করে আপনি সবথেকে ভালোভাবে শিখতে পারবেন, তা আপনার উপরই নির্ভর করবে। আমরা এখানে আমাদের খুঁজে পাওয়া সেরা কোর্সগুলোর তালিকা দিচ্ছি। এখানে বাংলা, ইংরেজী ও হিন্দি ভাষার কোর্স আছে। সম্ভব হলে সেখানে রিভিউ ও যুক্ত করা হচ্ছে। সেক্ষেত্রে একটু ডিসিশন নিতে সুবিধা হবে।
সামনে হয়তো বেসিক টু এডভান্স আকারে সাজানোর চেষ্টা করা হবে