Tailwind CSS (2019)
জনপ্রিয় CSS ফ্রেমওয়ার্ক যা ডেভেলপারদের দ্রুত এবং কার্যকরভাবে আধুনিক ইউজার ইন্টারফেস তৈরি করতে সাহায্য করে
TailwindCSS হলো একটি ইউটিলিটি-ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক যা মডার্ন ওয়েব ডেভেলপমেন্টকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। এটি তৈরি করেছেন অ্যাডাম ওনড্রিক এবং ২০১৭ সালে প্রথম রিলিজ করা হয়। টেইলউইন্ডের উদ্দেশ্য ছিল সিএসএস ক্লাসগুলোকে আরও সহজ, দ্রুত এবং পুনঃব্যবহারযোগ্য করে তোলা।
Tailwind CSS এর কাজ করার জন্যে আলাদা কোনো কম্পাইলার লাগে না। যেকোনো HTML এডিটর দিয়ে সহজেই এটার কাজ করা যাবে। তবে, এটার কিছু সেটআপ প্রসেস আছে। (সেটআপ প্রসেসের বিস্তারিত)
এটি শেখার জন্যে কম্পিউটার থাকা বাধ্যতামূলক না। হাতে থাকা মোবাইল ফোন দিয়েও সুন্দরভাবে সব কোড লেখা ও কোড রান করা যায়।
বেশ কিছু ওয়েবসাইট আছে, যেগুলো থেকে শেখার জন্যে হেল্প পাওয়া যায়। কোনো সিনট্যাক্সট ভুলে গেলে সেখান থেকে সাহায্য নিয়ে খুব দ্রুত শেখা সম্ভব হয়। কিছু সহায়ক ওয়েবসাইট:
আমরা এই পেজের কাজের পরিকল্পনার করছি। এই পেজের কাজ সম্পন্ন না হওয়া অব্দি অন্যান্য গুলো দেখতে পারেন।
দেখুন, কোন কোর্স করে আপনি সবথেকে ভালোভাবে শিখতে পারবেন, তা আপনার উপরই নির্ভর করবে। আমরা এখানে আমাদের খুঁজে পাওয়া সেরা কোর্সগুলোর তালিকা দিচ্ছি। এখানে বাংলা, ইংরেজী ও হিন্দি ভাষার কোর্স আছে। সম্ভব হলে সেখানে রিভিউ ও যুক্ত করা হচ্ছে। সেক্ষেত্রে একটু ডিসিশন নিতে সুবিধা হবে।
সামনে হয়তো বেসিক টু এডভান্স আকারে সাজানোর চেষ্টা করা হবে