ওয়েবসাইটের কোনো অংশে তথ্যগত ত্রুটি দেখতে পেলে তা আমাদের গ্রুপে জানাতে পারেন (Only Boys) Join Now!

সেরা ৫টি অনলাইন জাভা কম্পাইলার | Top 5 Online Java Compilers

Javaকোডিং এর ক্ষেত্রে শেখার সাথে সাথে কোড কম্পাইল করে দেখা আবশ্যক। কিন্তু, অনেকের নিম্ন কনফিগারেশনের কম্পিউটারে কোনো কম্পাইলার কাজ নাও করতে পারে। মোবাইলের অ্যাপ দিয়ে একপ্রকার কোড কম্পাইল করাই যায়না। এক্ষেত্রে অনলাইন কম্পাইলারই শেষ ভরসা। নিচে আমার টেস্ট সেরা কিছু অনলাইন কম্পাইলার দেয়া হলো।


Programiz

Programiz ওয়েবসাইটে মূলত প্রোগ্রামিং টিউটোরিয়াল দেয়া হলেও এখানে অনলাইন জাভা কম্পাইলার সার্ভিসও দেয়। এটির সুবিধা এক নজরে –

  • এটি সিনট্যাক্স হাইলাইটিং
  • ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস
  • কোড শেয়ারিং
  • ডার্ক মোড
  • রিয়েল-টাইমে আউটপুট দেখা
সি ছাড়াও এখানে Python, HTML-CSS-JS, JavaScript, C, C++, C#, Rust, SQL, R, Golang, Swift, PHP কম্পাইল করা যায়।
Programiz Java Online Compiler
Screenshot of Programiz

OnlineGDB

OnlineGDB একটি ফ্রি অনলাইন জাভা কম্পাইলার যেখানে শুধু ব্রাউজারে জাভা লেখা ও কম্পাইল করা যায়। এটির সুবিধা এক নজরে –

  • সিনট্যাক্স হাইলাইটিং
  • ডিবাগিং টুলস
  • কোড শেয়ারিং
  • ইজি টু ইউজ ইন্টারফেস
  • রিয়েল-টাইমে আউটপুট দেখা
সি ছাড়াও এখানে Python, HTML-CSS-JS, JavaScript, C, C++, C#, Rust, SQL, R, Golang, Swift, PHP, Kotlin ইত্যাদি কম্পাইল করা যায়।
OnlineGDB online compiler and debugger for Java
Screenshot of OnlineGDB

OneCompiler

OneCompiler একটি ফ্রি অনলাইন জাভা কম্পাইলার যেখানে শুধু ব্রাউজারে জাভা লেখা ও কম্পাইল করা যায়। এটির সুবিধা এক নজরে –

  • সিনট্যাক্স হাইলাইটিং
  • ইউজার ফ্রেন্ডলি এবং ইজি টু ইউজ ইন্টারফেস
  • ডার্ক মোড
  • রিয়েল-টাইমে আউটপুট দেখা
সি ছাড়াও এখানে Python, HTML-CSS-JS, JavaScript, C, C++, C#, Rust, SQL, R, Golang, Swift, PHP, Kotlin ইত্যাদি কম্পাইল করা যায়।
OneCompiler Code online with OneCompiler.
Screenshot of OneCompiler

tutorialspoint

tutorialspoint একটি ফ্রি অনলাইন জাভা কম্পাইলার যেখানে শুধু ব্রাউজারে জাভা লেখা ও কম্পাইল করা যায়। এটির সুবিধা এক নজরে –

  • সিনট্যাক্স হাইলাইটিং
  • ডিবাগিং টুলস
  • কোড শেয়ারিং
  • ইজি টু ইউজ ইন্টারফেস
  • রিয়েল-টাইমে আউটপুট দেখা
সি ছাড়াও এখানে C, C++, C#, Php, Python, Ruby, Scala, Swift, HTML5, CSS3, JS কম্পাইল করা যায়।
tutorialspoint Online Java Compiler
Screenshot of tutorialspoint

OnlineCompilers

OnlineCompilers একটি ফ্রি অনলাইন জাভা কম্পাইলার যেখানে শুধু ব্রাউজারে জাভা লেখা ও কম্পাইল করা যায়। এটির সুবিধা এক নজরে –

  • সিনট্যাক্স হাইলাইটিং
  • ডার্ক মোড
  • কোড শেয়ারিং
  • ইজি টু ইউজ ইন্টারফেস
  • রিয়েল-টাইমে আউটপুট দেখা
সি ছাড়াও এখানে C, C++, C#, Python, JavaScript, TypeScript ইত্যাদি কম্পাইল করা যায়।
OnlineCompilers Java Compiler Online
Screenshot of OnlineCompilers

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.