Cশুধু একটি প্রোগ্রামিং ভাষা নয়, বরং এটি প্রোগ্রামিংয়ের মূল ভিত্তি। এর ফলে অন্য প্রোগ্রামিং ভাষা শিখতে সহজ হয়। যেমনঃ C++, Java, Python ইত্যাদি। সি-এর অনেক ধারণা অন্যান্য ভাষাতেও ব্যবহৃত হয়। তাই, যখন কেউ প্রোগ্রামিং শেখা শুরু করতে চায়, তাকে উচিৎ প্রথমেই সি প্রোগ্রামিং শেখা।
ধরা যাক আপনি ইটালিয়ান, পর্তুগিজ, ফ্রেঞ্চ এই ভাষা গুলো শিখতে চাচ্ছেন। এই ভাষা গুলো শেখার আগে আপনি ল্যাটিন ভাষা শিখে নিলে আপনার কাছে এসকল ভাষা বুঝতে সুবিধা হবে। কারন ল্যাটিন ভাষা থেকেই এসকল ভাষার উৎপত্তি। ঠিক এভাবেই আপনি যদি সি শিখতে পারেন তাহলে আপনি অন্যান্য যে সকল প্রোগ্রামিং ভাষা রয়েছে সেগুলোও খুব সহজেই শিখতে পারবেন।
সি নিম্ন স্তরের ভাষা হওয়ায় খুব ই দ্রুত কাজ করে। এ কারণে অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার, এমবেডেড সিস্টেম ইত্যাদি তৈরিতে সি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সফটওয়্যার ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট সেক্টরেও সি ব্যাপক পরিমাণে ব্যাবহৃত হয়।
এছাড়া, এটি আপনাকে কম্পিউটারের মেমোরি, প্রসেসর এবং অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে তা বুঝতে সাহায্য করবে। এটি ডেভলপার জীবনে প্রচুর কাজে দেয়।
এক নজরে -
- অপারেটিং সিস্টেম
- কার্নেল ডেভেলপমেন্ট
- ডিভাইস ড্রাইভার
- এমবেডেড সিস্টেম
- ডেস্কটপ অ্যাপ্লিকেশন
- গেম ডেভেলপমেন্ট
- নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন
- ডাটাবেস অ্যাপ্লিকেশন
- কম্পিউটারের মেমোরি, প্রসেসর এবং অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে তা বোঝা