Javaকোডিং এর ক্ষেত্রে শেখার সাথে সাথে কোড কম্পাইল করে দেখা আবশ্যক। কিন্তু, অনেকের কাছেই কম্পিউটার থাকে না। শুরুর দিকে তাই মোবাইলই এক প্রকার শেষ ভরসা। মোবাইলের অ্যাপ দিয়ে কোড কম্পাইল করাটা বেশ অনেকটাই কঠিন। এক্ষেত্রে অনলাইন কম্পাইলার বেটার সলুশন। তবুও যেহেতু মোবাইল ইউজার বেশি, তাই নিচে আমার টেস্ট সেরা কিছু কম্পাইলার শেয়ার করছি।
Jvdroid অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যে একটি অফলাইন জাভা কম্পাইলার। আমার টেস্টিং এ এটি মোটামুটি ভালোভাবে জাভা কোড কম্পাইল করতে পেরেছে। আশা করি অন্য সব ফোনেও কম্পাইল করা সম্ভব হবে। ডাউনলোড লিংক –
JStudio অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যে একটি অফলাইন জাভা কম্পাইলার। আমার টেস্টিং এ এটি মোটামুটি ভালোভাবে জাভা কোড কম্পাইল করতে পেরেছে। আশা করি অন্য সব ফোনেও কম্পাইল করা সম্ভব হবে। ডাউনলোড লিংক –