ওয়েবসাইটের কোনো অংশে তথ্যগত ত্রুটি দেখতে পেলে তা আমাদের গ্রুপে জানাতে পারেন (Only Boys) Join Now!

HTML & CSS

C Logo

HTML (1993) & CSS (1996)
মূলত বেসিক ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট রিসপন্সিভ করা ও ইউজার ইন্টারফেস সাজানো ইত্যাদি কাজে ব্যাবহার করা হয়

ইতিহাস

HTMLঅথবা এইচটিএমএল, হলো একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়। ১৯৮০ সালে ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি, যিনি সার্ন এ একজন ঠিকাদার ছিলেন, সর্বপ্রথম সার্ন গবেষকদের মাঝে দস্তাবেজ শেয়ার করার জন্য ENQUIRE prototyped নামে একটি ‍System এর প্রস্তাব দেন। ১৯৮৯ সালে, বার্নার্স-লি একটি ইন্টারনেট ভিত্তিক হাইপারটেক্সট সিস্টেম প্রস্তাবে একটি মেমো লিখেন। ১৯৯০ সালে বার্নার্স-লি ব্রাউজার এবং সার্ভারের সফ্টওয়্যারে এইচটিএমএল (HTML) এর উল্লেখ করেন। এ বছরেই, বার্নার্স-লি এবং সার্ন এর তথ্য সিস্টেম ইঞ্জিনিয়ার Robert Cailliau যৌথভাবে সার্নকে এ প্রকল্পের জন্য অর্থায়নে অনুরোধ করেন, কিন্তু প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে সার্ন দ্বারা গৃহীত হয়নি।

CSSঅথবা সিএসএস হল একটি স্টাইল শীট ভাষা যা এইচটিএমএলের মত মার্কআপ ভাষায় লিখিত ডকুমেন্ট কীভাবে উপস্থাপিত হবে তা বর্ণনা করতে ব্যবহৃত হয়। এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্টের সাথে সিএসএস হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ভিত্তি প্রযুক্তি। সিএসএসের বিবরণীসমূহ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম (W3C) কর্তৃক নিয়ন্ত্রিত হয়। ইন্টারনেট মিডিয়া টাইপ (এমআইএমই টাইপ) text/css সিএসএসের সাথে ব্যবহারের জন্য আরএফসি ২৩১৮ (মার্চ ১৯৯৮) কর্তৃক নিবন্ধিত। সিএসএস ফাইলের জন্য ডব্লিউথ্রীসির সিএসএস বৈধতা নির্ণয় সেবা রয়েছে।

প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং সফটওয়্যার

HTML, CSS শেখার জন্যে কম্পিউটার থাকা বাধ্যতামূলক না। হাতে থাকা মোবাইল ফোন দিয়েও সুন্দরভাবে সব কোড লেখা ও কোড রান করা যায়।

কম্পিউটার
যেকোনো ডেক্সটপ বা ল্যাপটপে HTML কোড রান করা যায়। যেকোনো ভাষার কোড রান করার জন্যে VS Code সবথেকে জনপ্রিয় IDE. এছাড়া লাইটওয়েট হিসেবে Notepad++ মোটামুটি ভালোভাবে কাজ চালানোর মতো একটি এডিটর। এছাড়া কারও ইচ্ছা হলে সে অনলাইনেও কোড এডিট ও রান করতে পারবে।

VS Code: এটি বহুল ব্যাবহৃত অন্যতম জনপ্রিয় IDE. এর জন্যে নুন্যতম 1.6 GHz বা তার থেকে বেশি প্রসেসর এবং নুন্যতম 1 GB RAM প্রয়োজন হয়। এর সবথেকে বড় অসুবিধা হলো, এটা অনেক ভারী একটি সফটওয়্যার।
VS Code 94.9MB
Windows, Linux, Mac

Notepad++: এটি তুলনামূলক লাইটওয়েট হওয়াতে যেকোনো কম্পিউটাতে চলে। কোড গুলোর বিভিন্ন সিনট্যাক্সট রঙ্গিন দেখানোতে কোড বুঝতে বেশ সুবিধা হয়।
Notepad++ 6.32MB
Windows

অনলাইন কম্পাইলারঃ কেউ চাইলে অনলাইনেও কোড রান করে কাজ শিখতে পারেন।
Online Compiler Internet
Computer and Phone

মোবাইল
মোবাইল ফোনেও HTML ভালোভাবে লেখা ও রান করা যায়। এজন্যে অনেক অ্যাপ আছে। সেগুলো বেশ কার্যকরী। এছাড়া অনলাইন কম্পাইলার তো থাকছেই!

মোবাইল অ্যাপঃ মোবাইলের জন্যে অনেক অ্যাপ আছে। কিছু অ্যাপ এর তালিকা দেয়া হলো।
HTML Editor Different
Android

অনলাইন কম্পাইলারঃ কেউ চাইলে অনলাইনেও কোড রান করে কাজ শিখতে পারেন।
Online Compiler Internet
Computer and Phone
সহায়ক ওয়েবসাইট এবং AI

বেশ কিছু ওয়েবসাইট আছে, যেগুলো থেকে শেখার জন্যে হেল্প পাওয়া যায়। কোনো সিনট্যাক্সট ভুলে গেলে সেখান থেকে সাহায্য নিয়ে খুব দ্রুত শেখা সম্ভব হয়। কিছু সহায়ক ওয়েবসাইট:

It'sComing Soon!

আমরা এই পেজের কাজের পরিকল্পনার করছি। এই পেজের কাজ সম্পন্ন না হওয়া অব্দি অন্যান্য গুলো দেখতে পারেন।

.     .     .
HTML ও CSS শেখার জন্য কোন কোর্স করবেন?

দেখুন, কোন কোর্স করে আপনি সবথেকে ভালোভাবে শিখতে পারবেন, তা আপনার উপরই নির্ভর করবে। আমরা এখানে আমাদের খুঁজে পাওয়া সেরা কোর্সগুলোর তালিকা দিচ্ছি। এখানে বাংলা, ইংরেজী ও হিন্দি ভাষার কোর্স আছে। সম্ভব হলে সেখানে রিভিউ ও যুক্ত করা হচ্ছে। সেক্ষেত্রে একটু ডিসিশন নিতে সুবিধা হবে।

সামনে হয়তো বেসিক টু এডভান্স আকারে সাজানোর চেষ্টা করা হবে

ধাপে ধাপে শিখুন (রোডম্যাপ)
.     .     .

বাংলায় শিখুন
Procoder BD
HTML (Everyone) 28 04h 46m YouTube
CSS (Everyone) 44 13h 14m YouTube
Anisul Islam
HTML (Everyone) 44 13h 38m YouTube
CSS (Everyone) 104 18h 26m + YouTube
Hablu Programmer
HTML (Everyone) 23 03h 09m YouTube
CSS (Everyone) 32 05h 56m YouTube
Stack Learner
Everyone 181 08h 44m + YouTube

ইংরেজীতে শিখুন
freeCodeCamp.org
Everyone (Collection) Near 04h YouTube

হিন্দিতে শিখুন
Code with Harry
HTML (Everyone) 1 03h 11m YouTube
CSS (Everyone) 1 08h 21m YouTube
College Wallah
Beginner to Pro 1 05h 29m YouTube
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.