ওয়েবসাইটের কোনো অংশে তথ্যগত ত্রুটি দেখতে পেলে তা আমাদের গ্রুপে জানাতে পারেন (Only Boys) Join Now!

Java

Java Logo

Java (1995)
অ্যান্ড্রয়েড, ডেস্কটপ, ওয়েব অ্যাপ্লিকেশন, গেম ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি ইত্যাদি ক্ষেত্রে জাভা প্রোগ্রামিং এর ব্যাপক ব্যবহার হয়

ইতিহাস

Javaপ্রোগ্রামিং ভাষাটি ডিজাইন করার পরে এটি অতি দ্রুত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষার একটিতে পরিণত হয়। জাভা'র এই জনপ্রিয়তার মূল কারণ এর বহনযোগ্যতা (portability), নিরাপত্তা, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও ওয়েব প্রোগ্রামিং এর পরিপূর্ণ সাপোর্ট।

আগের দিনে আলাদা আলাদা কম্পিউটারের জন্য আলাদা আলাদা ভাষা ইউজ করা হতো। উইন্ডোজ এর পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিনাক্স অপারেটিং সিস্টেম এ চলত না। আবার লিনাক্স এর পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অন্য কোনো অপারেটিং সিস্টেম এ চলত না। এই সমস্যা সমাধানের জন্য James Gosling, Mike Sheridan, এবং Patrick Naughton ১৯৯১ সালের জুনে জাভা ল্যাঙ্গুয়েজ প্রোজেক্ট শুরু করেন। প্রাথমিকদিকে জাভা ল্যাঙ্গুয়েজকে "ওক"(Oak) বলা হত। জেমস গসলিং এর অফিসের বাহিরের ওক গাছের সাথে মিল রেখে এই নাম রাখা হয়। এরপর এর নাম রাখা হয় "গ্রীন"।

তারপর একদিন তাঁরা একটি কফিশপে বসে আড্ডা দিচ্ছিলেন, ঐ তখনই কফির কাপটি দেখে ধোঁয়াতোলা কফির কাপের সাথে মিল রেখে লোগো তৈরি এবং এর নাম পরিবর্তন করে "জাভা" নামকরণের পরিকল্পনা করলেন।
১৯৯৫ সালে সান মাইক্রোসিস্টেমস জাভা-১.০ প্রকাশ করেন। তাদের মূলনীতি ছিল "একবার লিখুন, যে কোনো জায়গায় চালান (Write Once, Run Anywhere or WORA) অর্থাৎ অপারেটিং সিস্টেম যাই হোক না কেনো, এই কোড সবযায়গায় চলবে।

প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং সফটওয়্যার

Java প্রোগ্রামিং শেখার সময় কম্পিউটার থাকা একপ্রকার বাধ্যতামূলক। ফোনেও কম্পাইল করা যায়, কিন্তু সেটি কষ্টসাধ্য। এখানে কম্পিউটার, মোবাইল এবং যেসব ক্ষেত্রে সফটওয়্যার ব্যাবহার করা সম্ভব হবে না, সেক্ষেত্রে কী করণীয় সব কভার করা হবে।

কম্পিউটার
মোটামুটি যেকোনো ডেক্সটপ বা ল্যাপটপে Java কোড কম্পাইল করা যায়। Java সহ অন্য সকল ভাষার কোড কম্পাইলের ক্ষেত্রে VS Code সবথেকে জনপ্রিয় IDE. শুধু Java কম্পাইলের ক্ষেত্রে এক্লিপস(Eclipse) জনপ্রিয়। তবে, কারও কম্পিউটারে যদি দুটোর একটাও না চলে, সেক্ষেত্রে অনলাইন কম্পাইলারও ব্যাবহার করা যেতে পারে।

VS Code: এটি বহুল ব্যাবহৃত অন্যতম জনপ্রিয় IDE. এর জন্যে নুন্যতম 1.6 GHz বা তার থেকে বেশি প্রসেসর এবং নুন্যতম 1 GB RAM প্রয়োজন হয়। এর সবথেকে বড় অসুবিধা হলো, এটা অনেক ভারী একটি সফটওয়্যার।
VS Code 94.9MB (Around)
Windows, Linux, Mac

Eclipse: জাভা কম্পাইলের ক্ষেত্রে এক্লিপস বেশ জনপ্রিয়।
Eclipse 132MB (Around)
Windows, Linux, Mac

অনলাইন কম্পাইলারঃ যদি কারও কম্পিউটারে একটাও না চলে সেক্ষেত্রে অনলাইন কম্পাইলার ব্যাবহার করতে পারবেন। সেক্ষেত্রে ব্রাউজার এবং ইন্টারনেট সংযোগ থাকলেই যেকোনো কোড কম্পাইল করা যাবে
Online Compiler Internet
Computer and Phone

মোবাইল
মোবাইলে Java কোড কম্পাইল করা বেশ কঠিন। একান্ত বাধ্য না হলে কোনো মোবাইল অ্যাপ দিয়ে কম্পাইল না করাই উত্তম। মোবাইলের যত কম্পাইলার অ্যাপ আছে, সেগুলো ঠিকভাবে কাজ করে না। এক্ষেত্রে অনলাইন কম্পাইলার ব্যাবহার করা সবথেকে ভালো।

মোবাইল অ্যাপঃ কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে কম্পাইল করে খুব একটা সুবিধাজনক ফল পাওয়া যায়না। তবুও কিছু অ্যাপ এর তালিকা দেয়া হলো।
Java Compiler Different
Android

অনলাইন কম্পাইলারঃ ফোনে একান্ত কোডিং করতেই হলে সবথেকে ভালো হয় কোনো অনলাইন কম্পাইলার ব্যাবহার করলে। এক্ষেত্রে সবথেকে বড় অসুবিধা হলো, এখানে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
Online Compiler Internet
Computer and Phone
সহায়ক ওয়েবসাইট এবং AI

বেশ কিছু ওয়েবসাইট আছে, যেগুলো থেকে শেখার জন্যে হেল্প পাওয়া যায়। কোনো সিনট্যাক্সট ভুলে গেলে সেখান থেকে সাহায্য নিয়ে খুব দ্রুত শেখা সম্ভব হয়। কিছু সহায়ক ওয়েবসাইট:

It'sComing Soon!

আমরা এই পেজের কাজের পরিকল্পনার করছি। এই পেজের কাজ সম্পন্ন না হওয়া অব্দি অন্যান্য গুলো দেখতে পারেন।

.     .     .
Java শেখার জন্য কোন কোর্স করবেন?

দেখুন, কোন কোর্স করে আপনি সবথেকে ভালোভাবে শিখতে পারবেন, তা আপনার উপরই নির্ভর করবে। আমরা এখানে আমাদের খুঁজে পাওয়া সেরা কোর্সগুলোর তালিকা দিচ্ছি। এখানে বাংলা, ইংরেজী ও হিন্দি ভাষার কোর্স আছে। সম্ভব হলে সেখানে রিভিউ ও যুক্ত করা হচ্ছে। সেক্ষেত্রে একটু ডিসিশন নিতে সুবিধা হবে।

সামনে হয়তো বেসিক টু এডভান্স আকারে সাজানোর চেষ্টা করা হবে

ধাপে ধাপে শিখুন (রোডম্যাপ)
.     .     .

বাংলায় শিখুন
Anisul Islam
Beginner to Advanced 341 1h 15m + YouTube

ইংরেজীতে শিখুন
freeCodeCamp.org
Beginners 1 04h 10m YouTube
Bro Code
Everyone 1 12h 00m YouTube

হিন্দিতে শিখুন
Code with Harry
Beginners 113 61h 37m YouTube
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.