ওয়েবসাইটের কোনো অংশে তথ্যগত ত্রুটি দেখতে পেলে তা আমাদের গ্রুপে জানাতে পারেন (Only Boys) Join Now!

Tailwind CSS

C Logo

Tailwind CSS (2019)
জনপ্রিয় CSS ফ্রেমওয়ার্ক যা ডেভেলপারদের দ্রুত এবং কার্যকরভাবে আধুনিক ইউজার ইন্টারফেস তৈরি করতে সাহায্য করে

ইতিহাস

TailwindCSS হলো একটি ইউটিলিটি-ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক যা মডার্ন ওয়েব ডেভেলপমেন্টকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। এটি তৈরি করেছেন অ্যাডাম ওনড্রিক এবং ২০১৭ সালে প্রথম রিলিজ করা হয়। টেইলউইন্ডের উদ্দেশ্য ছিল সিএসএস ক্লাসগুলোকে আরও সহজ, দ্রুত এবং পুনঃব্যবহারযোগ্য করে তোলা।

প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং সফটওয়্যার

Tailwind CSS এর কাজ করার জন্যে আলাদা কোনো কম্পাইলার লাগে না। যেকোনো HTML এডিটর দিয়ে সহজেই এটার কাজ করা যাবে। তবে, এটার কিছু সেটআপ প্রসেস আছে। (সেটআপ প্রসেসের বিস্তারিত)

এটি শেখার জন্যে কম্পিউটার থাকা বাধ্যতামূলক না। হাতে থাকা মোবাইল ফোন দিয়েও সুন্দরভাবে সব কোড লেখা ও কোড রান করা যায়।

কম্পিউটার
যেকোনো ডেক্সটপ বা ল্যাপটপে HTML কোড রান করা যায়। যেকোনো ভাষার কোড রান করার জন্যে VS Code সবথেকে জনপ্রিয় IDE. এছাড়া লাইটওয়েট হিসেবে Notepad++ মোটামুটি ভালোভাবে কাজ চালানোর মতো একটি এডিটর। এছাড়া কারও ইচ্ছা হলে সে অনলাইনেও কোড এডিট ও রান করতে পারবে।

VS Code: এটি বহুল ব্যাবহৃত অন্যতম জনপ্রিয় IDE. এর জন্যে নুন্যতম 1.6 GHz বা তার থেকে বেশি প্রসেসর এবং নুন্যতম 1 GB RAM প্রয়োজন হয়। এর সবথেকে বড় অসুবিধা হলো, এটা অনেক ভারী একটি সফটওয়্যার।
VS Code 94.9MB
Windows, Linux, Mac

Notepad++: এটি তুলনামূলক লাইটওয়েট হওয়াতে যেকোনো কম্পিউটাতে চলে। কোড গুলোর বিভিন্ন সিনট্যাক্সট রঙ্গিন দেখানোতে কোড বুঝতে বেশ সুবিধা হয়।
Notepad++ 6.32MB
Windows

অনলাইন কম্পাইলারঃ কেউ চাইলে অনলাইনেও কোড রান করে কাজ শিখতে পারেন।
Online Compiler Internet
Computer and Phone

মোবাইল
মোবাইল ফোনেও HTML ভালোভাবে লেখা ও রান করা যায়। এজন্যে অনেক অ্যাপ আছে। সেগুলো বেশ কার্যকরী। এছাড়া অনলাইন কম্পাইলার তো থাকছেই!

মোবাইল অ্যাপঃ মোবাইলের জন্যে অনেক অ্যাপ আছে। কিছু অ্যাপ এর তালিকা দেয়া হলো।
HTML Editor Different
Android

অনলাইন কম্পাইলারঃ কেউ চাইলে অনলাইনেও কোড রান করে কাজ শিখতে পারেন।
Online Compiler Internet
Computer and Phone
সহায়ক ওয়েবসাইট এবং AI

বেশ কিছু ওয়েবসাইট আছে, যেগুলো থেকে শেখার জন্যে হেল্প পাওয়া যায়। কোনো সিনট্যাক্সট ভুলে গেলে সেখান থেকে সাহায্য নিয়ে খুব দ্রুত শেখা সম্ভব হয়। কিছু সহায়ক ওয়েবসাইট:

It'sComing Soon!

আমরা এই পেজের কাজের পরিকল্পনার করছি। এই পেজের কাজ সম্পন্ন না হওয়া অব্দি অন্যান্য গুলো দেখতে পারেন।

.     .     .
Tailwind CSS শেখার জন্য কোন কোর্স করবেন?

দেখুন, কোন কোর্স করে আপনি সবথেকে ভালোভাবে শিখতে পারবেন, তা আপনার উপরই নির্ভর করবে। আমরা এখানে আমাদের খুঁজে পাওয়া সেরা কোর্সগুলোর তালিকা দিচ্ছি। এখানে বাংলা, ইংরেজী ও হিন্দি ভাষার কোর্স আছে। সম্ভব হলে সেখানে রিভিউ ও যুক্ত করা হচ্ছে। সেক্ষেত্রে একটু ডিসিশন নিতে সুবিধা হবে।

সামনে হয়তো বেসিক টু এডভান্স আকারে সাজানোর চেষ্টা করা হবে

ধাপে ধাপে শিখুন (রোডম্যাপ)
.     .     .

বাংলায় শিখুন
Learn with Sumit
Everyone 20 04h 38m YouTube
Hablu Programmer
Everyone 2 03h 06m YouTube
Procoder BD
Everyone 1 02h 47m YouTube

ইংরেজীতে শিখুন
freeCodeCamp.org
Beginners 1 04h 12m YouTube

হিন্দিতে শিখুন
Code with Harry
Beginners 16 05h 10m YouTube
College Wallah
One Shot 1 00h 49m YouTube
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.